Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার

ছবি: সংগৃহীত

বিশ্বে করোনা মহামারিতে প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ৭শ’ মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। শুক্রবারও দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ লাখ ৭৬ হাজারের মতো মানুষের দেহে। পরের অবস্থানেই রয়েছে মেক্সিকো। ১ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো দেশটি।

এদিন করোনায় রাশিয়ায় ৮০০ জন, ব্রাজিলে ৭৪৯ জন, ইন্দোনেশিয়ায় ৫৭৪ জন ও ইরানে ৫৬১ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

এদিকে, ভারতে করোনা সংক্রমণ শনাক্ত ৪২ হাজারের ওপর হলেও প্রাণহানি কিছুটা কমেছে। শুক্রবারও ৩৪০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত ২২ কোটি ছাড়িয়েছে।

ইউএইচ/

Exit mobile version