Site icon Jamuna Television

১২ বছরের বেশি বয়সীদের ফাইজার আর মডার্নার টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে অনুসরণ করে ১২ বছরের বেশি বয়সীদের ফাইজার আর মডার্নার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১২ সেপ্টম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল। শিক্ষার্থীদের সংক্রমণমুক্ত রাখতে সব ব্যবস্থাই নেয়া হবে।

এসময় তিনি বলেন, ৮০ ভাগের বেশি মেডিকেল শিক্ষার্থী এরই মধ্যে ভ্যাকসিন পেয়েছেন। টিকা দেয়া হয়েছে শিক্ষকদেরও।

ডিসেম্বরের মাঝেই দেশে সাড়ে ১৬ কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version