Site icon Jamuna Television

তালেবানের সাথে যোগাযোগ রাখার সব পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তালেবানের সাথে যোগাযোগ রাখার সব পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, এখনও বেশ কয়েকজন মার্কিন নাগরিক আফগানিস্তানে আটকা পড়ে আছেন। তাদের ফিরিয়ে আনাসহ দেশটিতে মানবিক সহায়তা এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে তালেবানের সাথে যোগাযোগ রক্ষা করবে ওয়াশিংটন।আফগানিস্তান থেকে বড় ধরনের শিক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্র, ভবিষ্যতে তা কাজে লাগানো হবে বলেও জানান ব্লিংকেন।

এছাড়া আফগান ইস্যুতে আলোচনার জন্য চলতি সপ্তাহেই কাতার সফরের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, আলোচনার এ দফায় তিনি সাক্ষাৎ করবেন কাতার ও জার্মান প্রতিনিধির সাথে। তবে তালেবানের নিজেদের প্রতিশ্রুতি রক্ষার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ব্লিনকেন।

/এসএইচ

Exit mobile version