Site icon Jamuna Television

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সারিয়াকান্দির ইউপি সদস্য গ্রেফতার

বগুড়া ব্যুরো:

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বগুড়া সদর থানা এলাকা থেকে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-১২। র‍্যাবের বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা সারিয়াকান্দির এই ইউপি সদস্যকে শুক্রবার রাতে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, কামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন (৫০) প্রায়ই ভুক্তভোগী ওই গৃহবধূকে উত্যক্ত করতো। একপর্যায়ে গত ৪ আগস্ট আমজাদ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ১১ আগস্ট থানায় মামলা হলে ওই ইউপি সদস্য এলাকা থেকে গা ঢাকা দেয়। শেষ পর্যন্ত শুক্রবার র‍্যাবের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত আমজাদ।

Exit mobile version