Site icon Jamuna Television

বিশ্বকাপে অনিশ্চিত বেন স্টোকস!

ইংল্যান্ডের জার্সি গায়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে না ও দেখা যেতে পারে বেন স্টোকসকে।

আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর এবার ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেন স্টোকসের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

মানসিক অবসাদের কারনে গত ৩০ জুলাই শুরু হওয়া ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়ান স্টোকস। স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বেও খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি।

আইপিএলের পরেই সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই সবগুলো দলকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।

ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট শেষে ১৫ জনের সাথে ৩ জনকে স্ট্যান্ডবাই রেখে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে স্টোকসের দলে থাকার বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এক বিস্ফোরক তথ্য। তাদের মতে, স্টোকস বিশ্বকাপের স্কোয়াডে থাকা তো দূরের কথা, ক্রিকেট নিয়েই ভাবছেন না।

/এসএইচ

Exit mobile version