Site icon Jamuna Television

টাইগারদের সিরিজ জয় নাকি কিউইদের ঘুরে দাঁড়ানোর লড়াই?

সিরিজে ফেরা নাকি আরেকটি সিরিজ জয়!

৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল রোববার সফরকারী নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। ৩য় ম্যাচে সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে দুদল। মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে উভয় দলের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

দ্বিতীয় ম্যাচে ৪ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এখন ২-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচের আগে ম্যাট হেনরি ও ফিন অ্যালেনের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করছে সফরকারী কিউইদের।

তবে সিরিজে কিউইদের বিরুদ্ধে আরেকটি জয়ের জন্য মরিয়া এখন টাইগাররা। এক্ষেত্রে প্রথমবারের মত আইসিসি র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারা বাড়তি প্রেরণা এখন স্বাগতিকদের জন্য। গত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়াকে একধাপ পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে এখন বাংলাদেশ।

/এসএইচ

Exit mobile version