Site icon Jamuna Television

ফুটবলারদের প্রাপ্য সম্মান দেয় না বার্সেলোনা: পিয়ানিচ

বার্সা ছেড়েছেন মিরালেম পিয়ানিচ।

ফুটবলারদের প্রাপ্য সম্মান দেয় না বার্সেলোনা, ক্লাব ছাড়ার আগে এমনটি জানিয়েছেন ফুটবলার মিরালেম পিয়ানিচ।

বার্সেলোনা ছাড়ার পর স্থানীয় এক সংবাদ মাধ্যমে বসনিয়ান এই মিডফিল্ডার জানান, বার্সায় সময়টা তার ভালো কাটেনি। কোচ রোনাল্ড কোম্যান তাকে কোন ম্যাচেই নামাতেন না। এমনকি অনুশীলনেও দেখতে আসতেননা। কারণ জানতে চাইলে পিয়ানিচের সাথে কথাও বলতে চাইতেননা বার্সা কোচ কোম্যান।

পিয়ানিচ আরও বলেন, বেশ কিছু খেলোয়াড়ের অনুশীলন একদমই দেখতে আসতেন না কোচ। সবশেষ চলতি মৌসুমে প্রাপ্য সম্মান পেতেই পিয়ানিচ বার্সা ছেড়ে ধারে যোগ দিয়েছেন টার্কিশ ক্লাব বেসিকতাসে।

/এসএইচ

Exit mobile version