Site icon Jamuna Television

তালেবান অধিকৃত আফগানিস্তানে প্রথম ক্রিকেট ম্যাচ

গ্যালারিতে একসাথেই উড়তে দেখা গেছে আফগানিস্তানের দুই পতাকা।

তালেবানের আফগানিস্তান দখলের পর কাবুলে অনুষ্ঠিত হলো একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। গ্যালারিতে একই সঙ্গে উড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তালেবান অনুমোদিত আফগানিস্তানের পতাকা।

পিস ডিফেন্ডার ও পিস হিরোস নামে দেশটির স্থানীয় দুটি দল খেলেছে কাবুলের চামানই-হুজুরিতে। ম্যাচে অংশগ্রহণ করেছেন বেশ কয়েকজন আফগান ক্রিকেটার। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলো প্রায় চার হাজার দর্শক। তাদের সবার হাতে ছিলো ভিন্ন রঙ্গের পতাকা। এ সময় দর্শকদের নিরাপত্তা দিতে উপস্থিত ছিলো তালেবান সৈন্যদল।

এদিকে কাবুল দখলের পর আফগানিস্তানের প্রথম ক্রীড়া দল হিসেবে দেশটির অনুর্ধ-১৯ দল আজ আসছে বাংলাদেশে। ২৬ সদস্যের এই দল আজ ঢাকা হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।

/এসএইচ

Exit mobile version