Site icon Jamuna Television

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হটলাইন সেবা চালু

মালয়েশিয়া প্রবাসীদের সেবা সহজ করার লক্ষ্যে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক চালু করা হলো তিনটি হটলাইন নম্বর। আজ শনিবার ৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রবাসীদের জন্য হাইকমিশনের সেবা সহজ করার লক্ষ্যে নম্বরগুলো চালু করা হয়েছে। জরুরী প্রয়োজনে নম্বরগুলোতে প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ৯ টা-বিকাল ৫ টা পর্যন্ত কল করে সেবাটি পাওয়া যাবে।

পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে কল করা যাবে ১০৪৩০৩১১০, ০১০৪৩০৩০২১ নম্বরে এবং শ্রম ও কল্যাণ সংক্রান্ত কাজে ০১১২৬২০৬৭০১ এই নাম্বারে কল করা যাবে।


। 


Exit mobile version