Site icon Jamuna Television

ড্রেন নির্মাণের বলি হলো বিরল প্রজাতির শতাধিক পাখি

প্রায় দুইশতাধিক বিরল প্রজাতির শামুকখোল পাখির ওপর চালানো হয়েছে নজিরবিহীন বর্বরতা।

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ড্রেন নির্মাণের বলি হলো বিরল প্রজাতির শতাধিক পাখি। হাসপাতাল প্রাঙ্গনের দুটি গাছ কেটে ফেলায় ঐ গাছগুলোতে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা গেছে। আর গাছ কাটতে আসা শ্রমিকরা রেঁধে খাওয়ার উদ্দেশ্যে জবাই করেছেন অন্তত ২০টি শামুকখোলের বাচ্চা।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ড্রেন নির্মাণ করতে দুপুরে হাসপাতাল প্রাঙ্গনের দুটি গাছ কাটে শ্রমিকরা। গাছ দুটি মাটিতে পড়লে আগে থেকে গাছে বাসা করে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মাটিতে পড়ে। এতে প্রায় অর্ধশতাধিক মারা যায়। আহত পাখিগুলো নিয়ে যায় স্থানীয়রা। নির্মাণ শ্রমিকরা অন্তত ২০টি পাখি জবাই করে রান্না করে খাওয়ার উদ্দেশ্যে।

এ ব্যাপারে রামেক কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি না হলেও স্থানীয় পাখিপ্রেমীরা বলছেন, এটি ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

/এসএইচ

Exit mobile version