Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদের ব্যাজ চুমু দিয়ে সমালোচিত আলাবা, পাশে দাঁড়ালেন সাবেক সতীর্থ

ছবি: সংগৃহীত

এই দলবদলেই দীর্ঘদিনের ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান অস্ট্রিয়ান তারকা ডেভিড আলাবা। আর নিজের উদ্বোধনী দিনেই নতুন ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সির ব্যাজে চুমু খেয়ে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের সমর্থকদের তোপের মুখে পড়েন আলাবা। খবর স্পোর্টস সাময়িকী গোল.কমের।

তবে এ ঘটনায় তিনি পাশে পেয়েছেন বায়ার্ন মিউনিখে তার সাবেক সতীর্থ জেরোমে বোয়েটং-কে। যিনি দীর্ঘ ১০ বছর বায়ার্নে অতিক্রম করে এই দলবদলেই যোগ দিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে। আলাবার ঘটনায় বায়ার্ন মিউনিখ সমর্থকদের হইচই না করার অনুরোধ করেন বোয়েটং।

বোয়েটং বলেন, সবাই জানে বায়ার্ন মিউনিখ আলাবার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। আমার শতভাগ বিশ্বাস সে কোন খারাপ উদ্দেশ্যে এমনটা করেনি।

বায়ার্নের হয়ে বিগত ১৩ বছরে ১০ টি বুন্দেসলিগা ও ২ টি চ্যাম্পিয়ন্স লীগ জয়ী তারকার এমন আচরনে বিস্ময় প্রকাশ করেছেন খোদ বায়ার্নের প্রেসিডেন্ট হার্বার্ট হেইনারও।

Exit mobile version