Site icon Jamuna Television

২৬ দিনের সন্তান রেখে করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সন্তান জন্মদানের মাত্র ২৬ দিন পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার(৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র ও তার সহকর্মী উম্মে সালমা জানান, গত ২৬ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন ডলি। সন্তান জন্মদানের পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নাসিরনগরে চলে আসেন।

পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবার স্ট্রোক করেন তিনি। এরপর শুক্রবার দিবাগত রাতে মারা যান তিনি।

Exit mobile version