Site icon Jamuna Television

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিলেন ওয়েঙ্গার

ফিফা ডেভেলপমেন্ট কমিটির পরিচালক ওয়েঙ্গার।

প্রতি দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। ফরাসি স্পোর্টস দৈনিক এল ইকুয়েপকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। খবর গোল ডোটকম’র।

বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। এ সম্পর্কে তিনি বলেন, প্রতি বছর বাছাইপর্ব শেষে বিশ্বকাপ কিংবা কন্টিনেন্টাল যেকোনো বড় মৌসুম অনুষ্ঠিত হতে পারে। দুটি বাছাই পর্ব উইন্ডোর মাঝে খেলোয়াড়রা সারা বছর ক্লাবে থাকার সুযোগ পাবে। তাই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের মধ্যে সংঘর্ষটা কম হবে। একই সঙ্গে খেলোয়াড়দের বারবার যাতায়াতের অসুবিধার বিষয়টিও সমাধান করা যাবে।

২০২৬ সালে উত্তর আমেরিকা ও মেক্সিকোতে বিশ্বকাপের দুই বছর পর ২০২৮ সালের জন্য ওয়েঙ্গার নতুন এই প্রস্তাব দিয়েছেন। খুব দ্রুতই ফিফা এ বিষয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে। ফুটবল বিশ্বকাপ দুই বছর পর পর আয়োজনের পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছে আফ্রিকা মহাদেশ।

Exit mobile version