Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ার আকাশে বিধ্বস্ত হলো রকেট

ভয়াবহ রকেট বিস্ফোরণের সেই দৃশ্য।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে একটি রকেটের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এই দৃশ্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া থেকে একশ ফুট দৈর্ঘ্যের একটি রকেট উৎক্ষেপণ করে অ্যাস্ট্রা স্পেস। তবে কিছুদূর ওঠার পরই নিয়ন্ত্রণ হারায় রকেটটি।

তবে কয়েক সেকেন্ডের মধ্যে মাঝ আকাশে বিস্ফোরিত হয় এটি। তবে এতে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। রকেটটি পৃথিবীর কক্ষপথে স্থাপনের চেষ্টা করা হচ্ছিলো বলে জানানো হয়।

/এসএইচ

Exit mobile version