Site icon Jamuna Television

করোনায় প্রাণ গেলো আরও সাড়ে সাত হাজারের বেশি

বিশ্বজুড়ে আরও সাড়ে সাত হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মহামারিতে মোট মৃত্যু ছাড়ালো ৪৫ লাখ ৭৪ হাজার। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ২২ কোটি ১০ লাখ ৭৩ হাজারের বেশি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল রাশিয়া। দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ৮শ মানুষের। মেক্সিকোতে মারা গেছে ৭২৫ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

যুক্তরাষ্ট্রে প্রাণহানির হার বেশ কিছুটা কমলেও দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল দেশটি। মারা গেছে ৫৬৯ জন আর নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৫৮ হাজারের মতো মানুষ। ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।

Exit mobile version