Site icon Jamuna Television

পারিশ্রমিক কমিয়ে টিভি সিরিয়ালে মিঠুন চক্রবর্তী

পারিশ্রমিক কমিয়ে টিভি সিরিয়ালে মিঠুন চক্রবর্তী

ছবি: ঢালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী।

আবারও ছোটপর্দায় দেখা যাবে ঢালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এর আগে নাচের রিয়ালিটি শো’তে তিনি মহাগুরু হয়ে ছোটপর্দার টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন। আর এবার সেই মহাগুরুই আসতে চলেছেন ধারাবাহিকে। যার প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে বিনোদন জগতে।

এই ধারাবাহিকের নাম ‘চিকু কি মম্মি দূর কি’। এতে মূল চরিত্রে এক নাবালিকা (চিকু), যে মিঠুন চক্রবর্তীর মতো নাচ করে খ্যাতি অর্জন করতে চায়। কিন্তু তার মা থাকা সত্ত্বেও তারা এক সঙ্গে থাকে না। মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোটবেলাতেই। তারই জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হবে সিরিয়ালটি।

এই ধারাবাহিকের জন্য এই অভিনেতা নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন এই ধারাবাহিকের জন্য।

জানা গেছে, সম্প্রতি প্রোমোর জন্য শুট করেছেন মিঠুন। ধারাবাহিকের কতখানি অংশ জুড়ে তিনি থাকবেন সেটা এখনো জানা যায়নি। কিন্তু প্রোমোর চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন। চিত্রনাট্য পড়ে তার এতোই ভাল লেগেছে যে এই কাজটিকে তিনি কেবল ‘কাজ’ হিসেবে দেখতে রাজি নন। চিত্রনাট্য পড়তে গিয়ে নিজের জীবনযুদ্ধের কথা মনে পড়ে গিয়েছে মিঠুন চক্রবর্তীর। চিকুর চরিত্রের সঙ্গে যেন আত্মিক যোগ খুঁজে পেয়েছেন তিনি। তার এই পদক্ষেপে সকলেই আপ্লুত।

এনএনআর/

Exit mobile version