Site icon Jamuna Television

ঢাকার আশপাশে বন্যা পরিস্থতির অবনতি

উত্তরাঞ্চলে নদ-নদীর পানি কিছুটা কমলেও রাজধানীর আশপাশের কয়েকটি জেলার বন্যা পরিস্থতি অবনতির দিকে। দেশের অন্যান্য জায়গায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তুরাগ ও বংশী নদীর পানি কিছুটা বাড়ায় প্লাবিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের নিম্নাঞ্চল। মুন্সিগঞ্জের নিম্নাঞ্চল অতিক্রম করে পানি ঢুকে পড়েছে উঁচু জমিতেও।

পদ্মা-যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অবনতি হয়েছে মানিকগঞ্জের বন্যা পরিস্থিতিরও। গেল ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টে ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত হয়েছে শিবালায়, হরিরামপুর, দৌলতপুরসহ ৫টি উপজেলা। তলিয়ে গেছে ফসলি জমি, বসতঘর। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার আর পানীয় জলের সংকট।

ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও যমুনায় কিছুটা কমেছে। তবে গোয়ালন্দ পয়েন্টে বেড়েছে পদ্মার পানি।

Exit mobile version