Site icon Jamuna Television

কাবুলে নারীদের সমাবেশে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের

কাবুলে নারীদের সমাবেশে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের এক বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ছুঁড়েছে তালেবান। ইলেকট্রিক শকের অস্ত্র দিয়ে মাথায় আঘাতের অভিযোগও করেন কেউ কেউ। এসময় আহত হয় কয়েকজন।

সরকারে নারী প্রতিনিধিত্ব ও কাজের অধিকারের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন অনেক আফগান নারী। শনিবারও কাবুল ও হেরাতে হয় প্রতিবাদ কর্মসূচি। রাজধানীতে মিছিল নিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার সময় বাধা দেয়া হয় তাদের। উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছোঁড়া হয় টিয়ার গ্যাস ও পিপার স্প্রে।

প্রেস বিজ্ঞপ্তিতে তালেবানের দাবি, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়।

সম্প্রতি গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, সরকারি কাজে সম্পৃক্ত থাকলেও জনপ্রতিনিধিত্বমূলক পদ পাবেন না নারীরা। তালেবান ক্ষমতা দখলের পর ব্যাংক’সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নারীদের সরিয়ে দেয়ার অভিযোগও উঠেছে।

এনএনআর/

Exit mobile version