Site icon Jamuna Television

আজ রাতে আর্জেন্টিনা ব্রাজিলের ধ্রুপদী মহারণ

আজ রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সাও পাওলোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ধ্রুপদী মহারণ।

গেল জুলাইয়ে আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। এবার প্রতিশোধের মিশন সেলেসাওদের। বাছাইপর্বে টানা সাত জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান তিতের দলের। সবশেষ চিলির বিপক্ষে জয়ে দারুণ আত্মবিশ্বাসী নেইমার-এভারটনরা। তবে ইংলিশ লিগে খেলা ৯ ফুটবলার না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ তিতে।

বিপরীতে ম্যাচ জিততে মরিয়া আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী আলবিসেলেস্তারাও। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির আক্রমণভাগ আছে দারুণ ছন্দে। তাই প্রতিপক্ষ ব্রাজিল হলেও বাড়তি চাপ নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।

Exit mobile version