Site icon Jamuna Television

গাজীপুরে ঝুটের গুদামে আবারও আগুন

গাজীপুরের পূবাইল মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এরইমধ্যে প্রায় অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিন আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই এলাকায় প্রায় ২৬০টি গোডাউন রয়েছে বলে স্থানীয়দের মারফতে জানা গেছে। এক ঘণ্টা আগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সাধারণ মানুষও সাধ্যমত ফায়ার সার্ভিসকে সাহায্য করছেন আগুন নিয়ন্ত্রণে।

তবে এখনও পর্যন্ত অগ্নিকোণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত কমিটি করে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্টদের তরফ থেকে।

Exit mobile version