Site icon Jamuna Television

বিদ্রোহী গোষ্ঠীর সাড়ে পাঁচ হাজার সদস্যকে হত্যার দাবি ইথিওপিয়া সেনাবাহিনীর

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ টাইগ্রেতে বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) ৫ হাজার ৬০০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইথিওপিয়ার সেনাবাহিনী। এছাড়া, ২ হাজার ৩০০ জন বিদ্রোহী আহত হয়েছে এবং আটক করা হয়েছে ২ হাজার জনকে। খবর বিবিসির।

ঠিক কবে তাদের হত্যা করা হয়েছে তা বলা হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক লড়াইগুলোতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।

গত বছরের নভেম্বর থেকেই দেশটির সেনাবাহিনী এবং টিপিএলএফের মধ্যে লড়াই চলছে। টাইগ্রেতে শক্তিশালী দল টিপিএলএফ এই প্রদেশের স্বাধীনতা চায় অনেক আগে থেকেই। এতেই ইথিওপিয়া সরকারের সাথে বাধে বিরোধ।

টাইগ্রেতে দু’পক্ষের লড়াইয়ে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সেনাবাহিনীর হস্তক্ষেপের অভিযোগ আছে। এক্ষেত্রে ইথিওপিয়া সরকারের সহায়তা পায় ইরিত্রিয়ার সেনাবাহিনী এমন অভিযোগও ওঠে।

জাতিসংঘ এরই মধ্যে টাইগ্রে অঞ্চলে মানবাধিকার সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Exit mobile version