Site icon Jamuna Television

হাঁটার সময় গায়ে ধাক্কা লাগার জেরেই খুন করা হয়েছে লালবাগের কিশোর হাফিজকে

হাঁটতে গিয়ে গায়ে ধাক্কা, এরপর কথা কাটাকাটি আর তার জেরেই হত্যা করা হয় লালবাগের কিশোর মোহাম্মদ হাফিজকে। পুলিশ বলছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে ৪ জন, যাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইরফান নামের একজনের সাথে গায়ে ধাক্কা লাগে হাফিজের। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার বিকেলে হাফিজকে একা পেয়ে ইরফানসহ ৪ জন তাকে একটি বাসার ছাদে নিয়ে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আসামীদের ভাষ্যমতে, হত্যার উদ্দেশ্যে না মারলেও এক পর্যায়ে মারা গেলে তার মরদেহ গুম করার চেষ্টা করে তারা। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে লালবাগের ডুরি আঙ্গুল লেনের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়ে ১৩ বছরের কিশোর মোহাম্মদ হাফিজকে। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন তার বাবা।

Exit mobile version