Site icon Jamuna Television

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৩ সেনা সদস্য, আহত ২০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বালুচিস্তানের মাসতুং জেলায় আজ রোববার (৫ সেপ্টেম্বর) সন্ত্রাসী হামলায় তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছে আরও ২০ জন।

কুয়েতা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১৮ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি দু’জন সাধারণ নাগরিক।

এ নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগভ।

নিহত নিরাপত্তা বিভাগের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ আত্মত্যাগ করছেন। যতক্ষণ না পর্যন্ত সব সন্ত্রাসীকে প্রতিহত করা হচ্ছে, আমরা এ লড়াই চালিয়ে যাবো।

এ ঘটনার মাত্র দু’সপ্তাহ আগে আরো একটি হামলার ঘটনা ঘটে। ঐ দিন মাটিতে পুঁতে রাখা মাইনের কারণে বালুচিস্তানের জিয়ারত জেলায় তিন সেনা সদস্য মারা যান।

সম্প্রতি বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। সেনা সদস্যের পাশাপাশি এসব হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষও।

Exit mobile version