Site icon Jamuna Television

গোপনে বিয়ের প্রস্তুতি চলছিল সিদ্ধার্থ-শেহনাজের, মৃত্যু বদলে দিল সব

ছবি: সংগৃহীত

‘বিগ বস ১৩’ এর বেশ জনপ্রিয় জুটি ছিল সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুতে বদলে গেছে সবকিছু। তবে এখন শোনা যাচ্ছে, গোপনে বিয়ের প্রস্তুতি শুরু করেছিল দুই পরিবার।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, বিয়ের অনুষ্ঠানের জন্য একটি দামী হোটেলের সাথে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা শুরু করেছিল সিদ্ধার্থ ও শেহনাজের পরিবার। মোট তিনদিন ব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল বলেও জানা যাচ্ছে।

বিষয়টি আরও নিশ্চিত হওয়া গেছে সঙ্গীত পরিচালক আনু মালিকের ভাই আবু মালিকের কথায়। ‘বিগ বস ১৩’-তে শেহনাজ ও সিদ্ধার্থের সহ-প্রতিযোগী ছিলেন তিনি।

আবু মালিক জানান, বিয়ের জন্য সিদ্ধার্থকে রাজি করানোর দায়িত্ব তাকেই দিয়েছিলেন শেহনাজ। তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি কেউ।

সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি শেহনাজ। জানা গেছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কারো সাথে যোগাযোগ করছেন না শেহনাজ। তার প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেক ভক্তই।

Exit mobile version