Site icon Jamuna Television

ভারতের ডানপন্থী প্যারা মিলিটারির সাথে তালেবানের তুলনা করে বিপাকে জাভেদ আখতার

ছবি: সংগৃহীত

ভারতের ডানপন্থী হিন্দুত্ববাদী প্যারামিলিটারি ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ বা আরএসএস এর সাথে তালেবানের তুলনা করেছেন জনপ্রিয় চিত্রনাট্যকার জাভেদ আখতার। এরপরই ভারতীয় নেটিজেন এবং বিজেপির রোশানলে পড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, এমন মন্তব্য করার জন্য বিজেপির একাধিক নেতাকর্মী প্রকাশ্যেই হুমকি দিচ্ছে জাভেদকে। ক্ষমা না চাইলে পুলিশি অভিযোগের পাশাপাশি তার ছবি মুক্তিও আটকে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

‍‍‌‌‌‌‌‌‌‌‌বিজেপি নেতাদের বক্তব্য, আরএসএস এর সদস্যরা দেশের কল্যাণে নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাদেরকে তালেবানের সাথে তুলনা করে ভারতের অসংখ্য মানুষের আবেগে আঘাত করেছেন তিনি। জাভেদকে হাত জোর করে ক্ষমা চাইতেও বলেছেন তিনি।

এর আগে, এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, তালেবানরা যেমন আফগানিস্তানকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়, তেমনই একদল মানুষ আছে যারা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় আছে। তাদের মানসিকতা একই রকম।

জাভেদ আরও বলেন, যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের চিন্তাধারা তালবানের মতো বর্বরতা থেকে কিছু আলাদা নয়।

Exit mobile version