Site icon Jamuna Television

দীর্ঘ বিরতির পর সৌদির গ্র্যান্ড মসজিদে কোরআন শিক্ষা চালু

গ্রান্ড মসজিদ।

বৈশ্বিক করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর স্থগিত থাকার পর শনিবার থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র কোরআন শিক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়, দুটি পবিত্র মসজিদের জন্য সাধারণ প্রেসিডেন্সি বিষয়ক অধিবেশনের প্রধান বদর আল মুহাম্মদী বলেন, প্রতিদিন বিকাল ৪:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত ব্যক্তিগতভাবে অধিবেশন অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড মসজিদে পবিত্র কোরআন সেশন ধীরে ধীরে ফিরিয়ে আনার জন্য একটি অপারেশন প্ল্যান তৈরি করেছেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ৮ জন শিক্ষার্থী নিয়ে আমাদের এই কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম চলবে। এই সেশনে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের ভ্যাকসিনের দুইটি ডোজই দেয়া হয়েছে।

Exit mobile version