Site icon Jamuna Television

সাইফুদ্দিনের জোড়া আঘাতে ভাঙলো কিউইদের মিডল অর্ডার

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানের আড়ালেই যেন ছিলেন সাইফুদ্দিন। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এসে হয়তো আলো নিজের দিকে কেড়ে নিতে চাইলেন এই ডান হাতি মিডিয়াম পেসার। সাইফুদ্দিনের জোড়া আঘাতে ভেঙে যায় কিউইদের মিডল অর্ডার।

দারুণ দুটি স্লোয়ারে ফিরিয়েছেন উইল ইয়াং ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া কলিন ডি গ্র্যান্ডহোমকে।

নিজের প্রথম আর দলীয় ৬.৪ ওভারে সাইফউদ্দিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন উইল ইয়াং। অফ স্ট্যাম্পে পিচ করে ইয়াংকে বিভ্রান্ত করে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে।

এরপর অভিজ্ঞ অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করার বলটা তো আরও দুর্দান্ত। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা বল মিস করেন গ্র্যান্ডহোম। ভেতরে ঢুকে পড়া বলে রিভিউ নিয়েও আর এলবিডব্লিউ হওয়া থেকে রেহাই পাননি গ্র্যান্ডহোম।

Exit mobile version