Site icon Jamuna Television

সিদ্ধার্থ শুক্লার প্রতি শ্রদ্ধা নিবেদন জন সিনার

ছবি: সংগৃহীত

ভারতের বিগ বস সিজন ১৩ এর জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে বর্তমাতে শোকাচ্ছন্ন গোটা ভারত। এই শোকের ছায়া সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে হলিউডেও। এবারে সিদ্ধার্থের মৃত্যুতে তার প্রতি নিরব শ্রদ্ধা প্রকাশ করেছেন ডব্লিউডব্লিউই এর মেগা স্টার জন সিনা। খবর ডিএনএ ইন্ডিয়ার।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডলে সিদ্ধার্থের একটি সাদাকালো ছবি পোস্ট করছেন জন। তবে ক্যাপশনে লেখেননি কিছুই, নেই কোনো হ্যাশট্যাগও। যদিও এর মাধ্যমে সদ্য প্রয়াত এই অভিনেতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন জন সিনা তা স্পষ্ট।

এর আগেও একাধিক বলিউড অভিনয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জন। ক্যাপশনবিহীন এসব ছবির মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করা জন সিনার নিজস্ব ভঙ্গি।

Exit mobile version