Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের নাগরিকত্ব বাতিলের আইন পাস ইসরায়েলের

আনুগত্য লঙ্ঘনের দায়ে জেরুজালেমে বসবাস করা ফিলিস্তিনিদের নাগরিকত্ব কেড়ে নেয়ার অধিকার পেলো ইসরায়েল। বুধবার দেশটির পার্লামেন্ট- নেসেটে পাস হয় এই বিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভূয়া কাগজপত্র পাওয়া গেলেও আইনটি কার্যকর হবে। এছাড়া কোন অপরাধের সাথে ফিলিস্তিনিদের জড়িত থাকার প্রমাণ মিললে তাদের জেরুজালেম ছাড়া করা হবে। নতুন আইন অনুসারে ইসরায়েলের আনুগত্য লঙ্ঘনের দায়ে পবিত্র নগরীতে বসবাসরত যেকোন ফিলিস্তিনির নাগরিকত্ব বাতিলের এখতিয়ার রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরি’র। জেরুজালেমে বর্তমানে ৪ লাখ ২০ হাজার ফিলিস্তিনি বাস করেন। ১৯৬৭ সালে ভূখণ্ডটি দখলে নেয় ইসরায়েল। এরপর থেকে নিজ ভূমিতেই অভিবাসীর মর্যাদায় থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের। নতুন আইনকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আর ফিলিস্তিন বলছে- এটা ইহুদিদের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।

Exit mobile version