Site icon Jamuna Television

শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন নিরাপত্তাকর্মী

শ্রীধর রুইদাস। ছবি: সংগৃহীত

শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন এক নিরাপত্তাকর্মী। একই দিনে দুই দুইটি লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। তিনি একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কেনেন শ্রীধর। দুপুর দেড়টার দিকে জানতে পারেন, এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। প্রথম পুরস্কার জেতার পর বিকালে আবার টিকিট কাটেন শ্রীধর। বিকালেও জেতেন কয়েক লাখ টাকা।

পর পর দুইবার লটারি জিতে আনন্দে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

শেষমেষ নিরাপত্তাহীনতা অনুভব করতে শুরু করেন শ্রীধর রুইদাস। আশ্রয় নেন স্থানীয় জামুড়িয়া থানায়। তার সবধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version