Site icon Jamuna Television

সু চির পদক ফেরত নিলো মার্কিন হলোকাস্ট মিউজিয়াম

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি-কে দেয়া এলি উইজেল অ্যাওয়ার্ড ফিরিয়ে নিলো ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপোসহীন ভূমিকার জন্য ২০১২ সালে পদকটি পেয়েছিলেন তিনি।

সু চি-কে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বোচ্চ সম্মাননা রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনা বর্বরতা বন্ধে ব্যর্থতার দায়ে বুধবার প্রত্যাহার করে মিউজিয়াম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সু চি’র উদ্দেশ্যে এ বিষয়ে একটি খোলা চিঠিও প্রকাশ করা হয়।

বলা হয়, একসময় মানবাধিকারের লড়াইয়ে নেতৃত্ব দেয়া সু চি ও তার দল আজ বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিচ্ছেন। এর আগে রোহিঙ্গা ইস্যুতে ফ্রিডম অব অক্সফোর্ড তকমা, স্কটল্যান্ডের গ্লাসগো স্বাধীনতা পদকসহ বেশ কিছু সম্মাননা হারান সু চি।

Exit mobile version