Site icon Jamuna Television

বন্ধই থাকছে প্লে–নার্সারি–কেজি শ্রেণির ক্লাস

ছবি: সংগৃহীত

প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা দেয়া হলেও প্লে–নার্সারি–কেজি ও প্রাক–প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে। এখন প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরু হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, কারিগরিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই খুলবে। তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক–প্রাথমিক শিক্ষা আছে। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক–প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে।

Exit mobile version