Site icon Jamuna Television

জজের বাসার পাশে অজগর উদ্ধার

প্রায় দেড় বছর আগে রাজশাহীতে চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যাওয়া অজগরটিকে খুঁজে পাওয়া গেছে জেলা জজের বাসভবনের পাশ থেকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল সাপটি শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। তখন অনেক খুঁজেও অজগরটিকে পাওয়া যায় নি। সোমবার রাতে কয়েকজন নগরীর পদ্মা পাড়ে জেলা জজের বাসার পাশে সাপটিতে দেখে চিড়িয়াখানায় খবর দেয়। লোকজন এসে সেটিকে উদ্ধার করে খাঁচায় ভরে। পালিয়ে যাবার সময় সাপটি ছিল ১২ ফুট লম্বা ও ওজন ছিল ৮ কেজি। এখন তা লম্বায় প্রায় ২০ ফুট। আর ওজন হয়েছে ২৫ কেজি।

Exit mobile version