Site icon Jamuna Television

আ’লীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন, পালালেন প্রেমিক

অভিযুক্ত আবু হানিফ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবরে পালিয়েছে প্রেমিক আ’লীগ নেতা আবু হানিফ (২৮)। আবু হানিফ ৬নং আদ্রা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক। সে গুজামানিকা গ্রামের তারা মিয়ার ছেলে। ।

স্থানীয়রা জানায়, একই গ্রামের জনৈক মেম্বারের ২০ বছর বয়সী মেয়ে রোববার (৫ সেপ্টম্বর) সকাল থেকে প্রেমিক আবু হানিফের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। অবস্থা বেগতিক দেখে প্রেমিক আবু হানিফ আত্মগোপন করেন। এ ঘটনার পর থেকেই আবু হানিফের মোবাইল বন্ধ আছে। শত শত উৎসুক জনতা আবু হানিফের বাড়িতে ভিড় করে।

প্রেমিকার দাবি, তার অন্যত্র বিয়ে হয়ে ছিল। ১০ মাস আগে আবু হানিফের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। আজও আবু হানিফের সাথে মোবাইলে কথা হয়। সে তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এনেছে। তার পিতা-মাতা আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই সে পালিয়েছে।

তবে আবু হানিফের অভিভাবকরা এ ব্যপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিকালে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, ঘটনাটা শুনেছি। নেতৃস্থানীয়দের নিয়ে আলোচনা করেছি। একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব আসছে। সার্চ কমিটির মাধ্যমে পুরো বিষয়টি পরে জানা যাবে।

Exit mobile version