Site icon Jamuna Television

নতুন ভ্যারিয়েন্ট মিউ কোভিড নাইনটিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী: ডব্লিউএইচও

ডব্লিউএইচও বলেছে, এটি সময়ের সাথে সাথে রূপ বদলাতে সক্ষম।

ভ্যাকসিন প্রতিরোধে সক্ষম করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট মিউ বা B1621। সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, এটি সময়ের সাথে রূপ বদলাতে সক্ষম, যা কোভিড নাইনটিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

চলতি বছর জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয় করোনার মিউ ভ্যারিয়েন্ট। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্তত ৪৩টি দেশে বিস্তার ঘটিয়েছে এ ভ্যারিয়েন্ট।

গত জুন-জুলাইর দিকে বিমানবন্দরগুলো চলাচলের জন্য উন্মুক্ত করা হলে নতুন ভ্যারিয়েন্টটি বিশ্বব্যাপী ছড়িয়ে পারে। তবে এতোদিন তেমন গুরুত্ব না দিলেও গত সপ্তাহে এই ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। তাদের ইঙ্গিত অনুযায়ী, ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম মিউ।

Exit mobile version