Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রার্থীদের আটকে দিলো মেক্সিকো

যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসনপ্রার্থীদের সাথে সহিংসতায় জড়ালো মেক্সিকোর নিরাপত্তা এবং অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় তারা আটকে দেয় বহু অভিবাসনপ্রত্যাশী মানুষকে।

স্থানীয় সময় রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছে জড়ো হয় প্রায় ৮০০ অভিবাসনপ্রার্থীর ছোট ছোট দল। তারা সবাই ভেনেজুয়েলা, হাইতি ও কিউবার নাগরিক। উন্নত জীবনের খোঁজে পাড়ি দিচ্ছিলেন যুক্তরাষ্ট্র।

ব্যারিকেডের মাধ্যমে তাদের ঘেরাও করে মেক্সিকান নিরাপত্তা বাহিনী। এসময়, স্থানীয় হুইজলা নদী দিয়ে সাতরে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেনে অনেকে। মেক্সিকান আইন-শৃঙ্খলাবাহিনীবাহিনী তাদেরও আাটকে দেয়।

ট্রাম্পের শাসনামলে কঠোর অভিবাসন নীতিমালা এবং অর্থনৈতিক চাপের কারণে জনস্রোত ঠেকাচ্ছিলো লোপেজ সরকার। প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ক্ষমতায় বসেই জানিয়েছেন, অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ বিধিমালা শিথিল হবে। সে কারণেই আবার বেড়েছে মানবঢল।

Exit mobile version