Site icon Jamuna Television

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি। অনেক শিক্ষার্থীও টিকা পেয়েছে। এ মাসে আড়াই কোটি টিকা পাবো। এতে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।

তিনি বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেয়া হবে। তবে এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছি। অনুমোদন পেলে টিকা দিবো। কিছু দেশে এই বয়সীদের টিকা দিচ্ছে। সেটা নিজেদের প্রটোকল মেনে করছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ মাসে যে আড়াই কোটি টিকা আসছে এর মধ্যে ২ কোটি সিনোফার্মের। আর বাকি ৫০ লাখ ফাইজারের। আমাদের যে কোভিড হাসপাতাল আছে এর মধ্যে ১৭ হাজার বেড ছিল। এর মধ্যে ১২/১৪ হাজার বেড খালি আছে। সে কারণে কোভিড হাসপাতালে অন্য রোগীদের জন্য বেড ছেড়ে দিচ্ছে।

ইউএইচ/

Exit mobile version