Site icon Jamuna Television

আশুলিয়ায় ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতি

এক রাতে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতি। ছবি: সংগৃহীত

আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতি’র অভিযোগ উঠেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বংশী নদীর তীরবর্তী নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণব্যবসায়ীদের অভিযোগ, রাত ১ থেকে ২ টার মধ্যে তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এসে বাজারে প্রবেশ করে প্রায় ৭০ থেকে ৮০ জনের ডাকাতদল। এসময় তাদের হাতে বন্ধুক, পিস্তল ও দেশিয় অস্ত্র ছিল। বাজারে ঢুকে নিরাপত্তারক্ষী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের মারধর করতে থাকে তারা। একপর্যায়ে একে একে ১৮টি দোকানে ডাকাতি করে তারা।

এসময় প্রায় দেড় থেকে দুইশ’ ভরি স্বর্ণালংকার লুট করে নৌকায় করে নদী পথে চলে যায় দুর্ধর্ষ ডাকাতদল। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Exit mobile version