Site icon Jamuna Television

‘মেধা ও যোগ্যতায় এগিয়ে আছে বাংলাদেশের নারীরা’

বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় মেধা ও যোগ্যতায় এগিয়ে আছে বাংলাদেশের নারীরা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশে নারীর স্বাধীনতা ও অধিকার রক্ষায় অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অনকূল পরিবেশ রয়েছে।

বৃহস্পতিবার সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে নারীদের সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজো নারীর অংশগ্রহণ, আর ত্যাগে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নত, স্বনির্ভর দেশ গড়তে নারীরা যেন সবখানে সমান সুযোগ পায় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ সচেষ্ট আছে বলেও জানান শেখ হাসিনা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version