Site icon Jamuna Television

উদ্বোধন করার কথা এরদোগানের, ফিতা কাটলো এক শিশু (ভিডিও)

তুরস্কে একটি টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানের সামনে এক শিশুর কাণ্ড।

একটি মহাসড়কের টানেল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সেখানে এক শিশুর কাণ্ড তুরস্ক ও বিশ্ব মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) তুরস্কের রিজ প্রদেশে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে নিউজ এজেন্সি রয়টার্স।

ভিডিওতে দেখা যায়, মটর টানেল উদ্বোধনের জন্য প্রেসিডেন্ট এরদোগান একটি মঞ্চে দাঁড়িয়েছেন। পাশেই ফিতা নিয়ে দাঁড়িয়েছেন সরকারি কর্মকর্তাসহ ৬-৭ জন শিশু।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

উদ্বোধনের আগে এরদোগান বক্তব্য দিচ্ছিলেন। এর মধ্যে সবাইকে অবাক করে দিয়ে কেচি দিয়ে ফিতা কেটে ফেলেন ৪-৫ বছরের এক শিশু। এরপর এরদোগান ঠাট্টার ছলে বাচ্চাটির মাথায় কয়েকটি টোকা দেন।

এরপর, নতুন ফিতা এনে পুনরায় তা কেটে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

Exit mobile version