Site icon Jamuna Television

ইসরায়েলের কারাগার থেকে পালালো ৬ ফিলিস্তিনি

ইসরায়েলের হাইসিকিউরিটি কারাগার থেকে সোমবার (৬ সেপেটেম্বর) সুড়ঙ্গপথে পালিয়েছে ছয় ফিলিস্তিনি বন্দি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। খবর ডেইলি সাবাহ’র।

ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলন এবং একজন ফাতাহ আন্দোলনের সদস্য। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দি ছিলেন ওই ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে গেছেন। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা।

পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবায়েদী।

Exit mobile version