Site icon Jamuna Television

তোমাকে দেখার জন্য আর তর সইছে না: শিশির

ছবি: শিশিরের ফেসবুক থেকে সংগৃহীত।

সাকিব আল হাসানের মতই বাংলাদেশের প্রিয় মুখ হয়ে উঠেছেন তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির। সাকিবের তিন সন্তানসহ তার স্ত্রী শিশির বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর দেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজ খেলতে বাংলাদেশে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশে থেকেও সাকিব মিস করছেন তার পরিবারকে। দিন কয়েক আগে সাকিবের এক ফেসবুক স্ট্যাটাসে সেটি বোঝা গেল। বিশ্বসেরা অলরাউন্ডার গত বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পিঠে স্কুলব্যাগ নিয়ে দাঁড়িয়ে তার বড় মেয়ে আলাইনা হাসান। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, আমার ছোট্ট কন্যা আর ছোটটি নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার সময়টা আমার জন্য খুবই কষ্টের।

আর আজ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের স্বামী- স্ত্রী দুজনের ছবি দিয়ে লিখেছেন, তোমাকে দেখার জন্য আর তর সইছে না স্বামী।

ছবিটিতে অনেকেই অনেক মন্তব্য করছেন। এখন পর্যন্ত ছবিটিতে ৫৩ হাজার রিএক্ট পড়েছে।

Exit mobile version