Site icon Jamuna Television

নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


স্টাফ রিপোর্টার, নাটোর

‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা প্রশাসন, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি ও বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

পরে মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান। মেলায় বিভিন্ন নারী সংগঠনের হাতে তৈরি জিনিস প্রদর্শন করা হয়।

Exit mobile version