Site icon Jamuna Television

হাওরে নববধূকে গণধর্ষণের ঘটনায় ২ জনের রিমান্ড মঞ্জুর, রাঙ্গামাটিতে গ্রেফতার আরও ৩

নববধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ৩, জানালেন পুলিশ সুপার।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের হাওরে নববধূকে গণধর্ষণের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) রাঙামাটি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার গ্রেফতারকৃতরা হলো জুয়েল মিয়া, হৃদয় ও সুজাত। তারা সকলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এদিকে, এ মামলায় সোলায়মান হোসেন রনি ও শুভ মিয়ার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ রাঙ্গামাটি জেলার দুর্গম নালিয়ার ছড় থেকে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট উপজেলার মোড়াকরি গ্রামের এক যুবক তার নববধূকে নিয়ে টিক্কা হাওরে ঘুরতে যান। হাওরের মাঝখানে যাওয়া মাত্রই একই গ্রামের মুছা মিয়ার নেতৃত্বে ৮ জন যুবক তাদের নৌকায় উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। এসময় ৯ লাখ টাকাও দাবি করে তারা।

ঘটনার পর স্বামী-স্ত্রী ভয়ে বিষয়টি গোপন রাখেন। গত বুধবার (১ সেপ্টেম্বর) স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্বামী। এরপর বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার ২ নম্বর আসামী মিঠু মিয়া।

Exit mobile version