Site icon Jamuna Television

খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু

প্রতীকী ছবি।

ফুটবল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ বছরের ফুটবলার ডিলান রিচ। অনেকটা ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনার পুনরাবৃত্তি। তবে সে দিন ডেনমার্কের এরিকসনকে বাঁচানো গেলেও এ দিন বাঁচানো যায়নি ডিলান রিচকে।

বিষয়টি জানিয়েছে রিচের ক্লাব ওয়েস্ট ব্রিজফোর্ড। ইংল্যান্ডে এফএ ইয়ুথ কাপের ম্যাচে হঠাৎ মাঠে পড়ে গিয়ে জ্ঞান হারান এই ফুটবলার। সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করে মাঠে আনা হয় চিকিৎসকদের। ডেফিব্রিলেটর শক দিয়েও জ্ঞান ফিরানো যায়নি রিচের। এরপর নটিংহ্যামের কুইন্স মেডিকেলে রিচকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে এরিকসন হঠাৎই মাঠে পড়ে যান। এবং সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে অস্ত্রোপচার করে তাকে সুস্থ করা হয়। কিন্তু এবার ফেরানো গেল না রিচকে।

Exit mobile version