Site icon Jamuna Television

পদত্যাগ করলেন পাকিস্তানের কোচ মিসবাহ-ওয়াকার

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পরপরই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

যদিও বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি আছে মিসবাহ ও ওয়াকারের। বিশ্বকাপের মাত্র দেড় মাসের আগে দেশটির দুই কোচের এমন হঠাৎ পদত্যাগের বিষয়টি বেশ বিস্ময়কর।

২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব নেন মিসবাহ ও ওয়াকার। তাদের দুজনের পদত্যাগে বিশ্বকাপের আগ মুহূর্তে বেশ বিপাকে পড়েছে পিসিবি। যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাককে।

মিসবাহ জানিয়েছেন, পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে, ওয়াকারের দাবি, মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ওয়াকার জানান, আমরা একইসাথে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসাথে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।

পাকিস্তান দলে কোন্দল নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচিত ছিলেন দেশটির এই সাবেক দুই ক্রিকেটার।

Exit mobile version