Site icon Jamuna Television

৩৯ বছর কোমায় থাকার পর মারা গেলেন ফুটবলার

ফুটবলার জ্যঁ পিয়েরে অ্যাডামস। ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলে খেলা প্রথম আফ্রিকান ফুটবলার জ্যঁ পিয়েরে অ্যাডামস দীর্ঘ ৩৯ বছর কোমায় কাটানোর পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের।

অ্যাডামসকে ১৯৮২ সালে হাঁটুর একটি নিয়মিত অস্ত্রোপচারের জন্য নেয়া হলে, সেখানে অ্যানেস্থেসিয়ার ভুল প্রয়োগে কোমায় চলে যান তিনি।

সোমবার (৬ সেপ্টেম্বর) অ্যাডামসের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে তার সাবেক ক্লাব নিমেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নিমেস এক টুইট বার্তায় জানায়, আজ সকালে আমরা অ্যাডামসের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৭০ এর দশকে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। তৎকালীন সময়ে মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সঙ্গে অ্যাডামসের জুটি দারুণ খ্যাতি লাভ করেছিল।

Exit mobile version