Site icon Jamuna Television

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করে।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবালেরর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও মদদ দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version