Site icon Jamuna Television

রোনালদোর সাথে তুলনায় যা বললেন লুকাকু

ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকু

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে নিজের তুলনা অনর্থক বলে মনে করেন রোমেলু লুকাকু। রোনালদোর সাথে তুলনায় যেতে তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন এ বেলজিয়ান তারকা।

রোববার (৫ সেপ্টেম্বর) চেক রিপাকলিকের বিপক্ষে বেলজিয়ামের হয়ে নিজের শততম ম্যাচের আগে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লুকাকু বলেন, রোনালদো ফুটবল ইতিহাসেরই সেরা তিনজনের মধ্যে থাকবেন। ফুটবলে তার অর্জন বিশেষ কিছু। ইতালিতে তার বিরুদ্ধে খেলতে পেরে আমি ভাগ্যবান।

প্রিমিয়ার লিগে রোনালদোর প্রত্যাবর্তন ইংলিশ ফুটবলের জন্য দারুন ব্যাপার হবে বলেই মনে করেন লুকাকু।

এ মৌসুমে দুজনই ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। নানা নাটকীয়তায় ভরা এবারের দলবদলে একেবারে শেষমূহুর্তে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন রোনালদো অপরদিকে, গত মৌসুমেই ইন্টার মিলানের হয়ে সিরিএ জেতা লুকাকু এই দলবদলে ৯৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন চেলসি তে।

Exit mobile version