Site icon Jamuna Television

বিচারক বাবার কাছে অস্ত্রচালনা শিখছে দুই শিশুপুত্র, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

নিজের দুই শিশুপুত্রের হাতে অস্ত্র তুলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল। হাত সোজা করে কীভাবে গুলি ছুঁড়তে হয়, দুই ছেলেকে তা নিজ হাতে দেখিয়ে দিচ্ছেন বাবা। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

৬ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, নির্জন স্থানে দুই শিশু পুত্রকে পিস্তলে গুলি চালানো শেখাচ্ছেন ম্যাজিস্ট্রেট জুয়েল।

অবশ্য জাহিদুল ইসলামের দাবি, ভিডিওটি ২০১৬ সালের। সেসময় সুন্দরবন এলাকায় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন তিনি। এতদিন পর পারিবারিক শত্রুতার জেরে যুক্তরাষ্ট্র প্রবাসী দূর সম্পর্কের এক আত্মীয় ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।

গণমাধ্যমকে তিনি জানান, শখ করেই দুই শিশুপুত্রকে অস্ত্রচালনা শেখাচ্ছিলেন তিনি। তবে এত ছোট বয়সে তাদের হাতে অস্ত্র তুলে দেয়া ঠিক হয়নি বলেও গণমাধ্যমের কাছে স্বীকার করেন ম্যাজিস্ট্রেট জুয়েল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version